রাজ্যে আপাতত স্থগিত ট্রাক ধর্মঘট


মঙ্গলবার,১৩/০৭/২০২১
583

16 জুলাই থেকে প্রস্তাবিত লাগাতার ট্রাক ধর্মঘট স্থগিত হয়ে গেল। ট্রাকের ওভারলোড কমানোর দাবি সহ অন্যান্য দাবি নিয়ে এই লাগাতার ধর্মঘটের পথে যাচ্ছিলেন ট্রাক মালিকরা। আইনের ফাঁকের সুযোগ নিয়ে একশ্রেণীর ট্রাক চালক দ্বিগুণ, তিনগুণ মাল লোড করে ফুলেফেঁপে উঠছিল। ট্রাক মালিক সংগঠন কলকাতা হাইকোর্টে একটি মামলাও করেন। সেই মামলা প্রত্যাহারের শর্তে পশ্চিমবঙ্গেও এবার থেকে 2018 মোটর ভেহিকলস আইন লাগু হবে এবং কঠোরভাবে মানা হবে বলে আশ্বাস দেন পরিবহনমন্ত্রী। রাজ্যে ওভারলোডিং এর জরিমানা 1000 থেকে বাড়িয়ে 10 হাজার করে দেওয়া হল। পুলিস, সেচ দফতর (বালি), খনিজ সম্পদ দফতর ( স্টোনচিপ ও ম্যাঙ্গানীজ) বিভিন্ন দফতরকে কড়া নির্দেশ পাঠিয়ে দেওয়া হবে জানান পরিবহন মন্ত্রী।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট