হাওড়া উদয়নারায়নপুর: পেট্রোল-ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শনিবার হাওড়ার উদয়নারায়নপুর বাস স্ট্যান্ড সংলগ্ন পেট্রোল পাম্পে অভিনব ভাবে বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস। উদয়নারায়নপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুলেখা পাঁজার নেতৃত্বে তৃনমূল কংগ্রেসের মহিলারা গ্যাসের বদলে কাঠ জ্বালিয়ে রান্না করে বিক্ষোভ দেখাতে থাকে।বিক্ষোভকারীদের অভিযোগ, করোনা পরিস্থিতিতে কেন্দ্র সরকার জনবিরোধী পদক্ষেপ গ্রহণ করেছে।লকডাউনে মানুষ কাজ হারিয়েছে ৷ অনেকেই বাড়ি থেকে অর্ধেক বেতনে কাজ করছেন ৷ এই পরিস্থিতিতে পেট্রোল-ডিজেলের দাম বেড়েই চলেছে।যার প্রভাব সরাসরি নিত্য প্রয়োজনীয় জিনিসে পড়ছে ৷গত দু’মাস ধরে লাগাতার উর্ধ্বমুখী পেট্রোল ও ডিজেলের দাম ৷ যার প্রভাব নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরে পড়েছে ৷ এই পরিস্থিতিতে করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় সাধারণ মানুষ নাজেহাল।উদয়নারায়নপুরের বিধায়ক সমীর কুমার পাঁজা বলেন,অনেকে কর্মহীন হয়ে বাড়িতে বসে রয়েছেন ।সাধারনের পকেটে টাকা নেই ৷ এই পরিস্থিতিতে কেন্দ্রের জনবিরোধী নীতিতে পুঁজিপতিদের পকেট ভরছে।তিনি আরও বলেন, বিজেপি ভোটে আগে বলেছিল, ‘সবকা সাথ-সবকা বিকাশ-সবকা-বিসওয়াস’৷ কিন্তু সরকার গঠন হয়ে যাওয়ার পর সেই স্লোগান ভুলে গেছে কেন্দ্রের বিজেপি সরকার ৷ মোদি সরকার পুঁজিপতিদের সঙ্গে থেকে তাঁদের বিকাশের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে বিধায়ক বলেন।
এদিন বিধায়ক গরুর গাড়িতে চড়ে পেট্রোপণ্য মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখানোর সময় কুরচি শিবপুর গ্রামের এক মুহূর্ষ রোগীকে অ্যাম্বুলেন্সে করে উদয়নারায়নপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাচ্ছিল পরিবারের লোকজন। পেট্রোল পাম্পের কাছে ওই অ্যাম্বুলেন্সের পেট্রোল শেষ হয়ে গেলে অ্যাম্বুলেন্সটি বন্ধ হয়ে যায়। চালকের পকেটে টাকা না থাকায় পেট্রোল নিতে পারছিলেন না। সেই সময় বিধায়ক গরুর গাড়িতে করে ওই রোগীকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।রোগীর আত্মীয় বিপ্লব কুমার জানান, বাড়ি থেকে রোগীকে উদয়নারায়নপুর হাসপাতলে নিয়ে যাচ্ছিলাম হঠাৎ দেখি অ্যাম্বুলেন্সটি বন্ধ হয়ে যায়। চালকের কাছ থেকে জানতে পারি পেট্রোল শেষ হয়ে যাওয়ার জন্য গাড়ি বন্ধ হয়ে গিয়েছে। চালকের পকেটেও টাকা না থাকায় পেট্রোল নিতে পারছিল না। সেই সময় কিছুটা দূরে দেখি বিধায়ক গরুর গাড়িতে চড়ে বিক্ষোভ দেখাচ্ছিল পেট্রোল ও ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে। বিধায়ক সহযোগিতা করে গরুর গাড়িতে করে রোগীকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
কলকাতা, ১৬ নভেম্বর ২০২৪:শ্যামা প্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্টের উদ্যোগে আগামী শনিবার রাত থেকে রবীন্দ্র সেতু…
‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে শিক্ষার্থীদের ট্যাব বিতরণের টাকা দুর্নীতির অভিযোগে উত্তাল পশ্চিমবঙ্গ। বহু ছাত্রছাত্রীর ট্যাবের টাকা…
দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লক আজ উত্তাল আবাস যোজনায় দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে। বিজেপির ডাকে…
আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের জামুই জেলায় জনজাতীয় গৌরব দিবস উদযাপন উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানে…
মহারাষ্ট্র বিধানসভায় আগামী ২০শে নভেম্বর একদফায় নির্বাচনের জন্য প্রচারাভিযান এখন তুঙ্গে। ঐ একই দিনে নান্দেথ…
পাহাড়ে সফররত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ দার্জিলিং-এর চৌরাস্তায় ‘সরস মেলা’র উদ্বোধন করবেন ।আগামীকাল তিনি যাবেন…