মঙ্গলবার রাতে বেনিয়াপুকুর অঞ্চলে নাকা তল্লাশি চালাচ্ছিল ট্রাফিক পুলিশ। সেই সময় একটি নীলবাতি লাগানো গাড়ির গতিবিধি দেখে সন্দেহ হয় পুলিশ কর্মীদের। গাড়ি দাঁড় করানো হয়। গাড়িতে ভিআইপি স্টিকার লাগানো ছিল। ভিজিল্যান্সের বোর্ডও ছিল। গ্রেফতার করা হয় গাড়িতে থাকা ব্যাক্তিকে। দেবাঞ্জনের পর পুলিশের জালে আরেক ভুয়ো সরকারি আধিকারিক! নিজেকে সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের অফিসার বলে পরিচয় দিয়ে নীলবাতির গাড়িতে ঘুরে বেড়াত বলে জানাচ্ছে পুলিশ। ভুয়ো আইএএস দেবাঞ্জন কাণ্ডে ঘুম ছুটছে পুলিশ প্রশাসনের। খাস কলকাতায় এধরনের প্ৰতারণা দেখে চক্ষু ছানাবড়া আমজনতার। আর এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ভুয়ো ভিজিল্যান্স পুলিশের জালে।
পুলিশের জালে এবার ভুঁয়ো ভিজিল্যান্স
বুধবার,৩০/০৬/২০২১
639