মহারাষ্ট্র-এ আজ থেকে আরও কিছুটা কড়া কোভিড বিধিনিষেধ জারি করা হয়েছে। রাজ্যে ডেল্টা প্লাস প্রজাতিতে আক্রান্ত হওয়ার ২১টি ঘটনা সামনে আসার প্রেক্ষিতে এই সংশোধিত নির্দেশিকা জারি করা হল। শপিং মল ও থিয়েটার ফের বন্ধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরাই লোকাল ট্রেনে সফর করতে পারবেন। রেস্তোরাঁ গুলি বিকেল ৪টে পর্যন্ত খোলা থাকলেও গ্রাহকরা শুধুমাত্র খাবার কিনে নিয়ে যেতে পারবেন। সরকারি অফিসে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ চলবে। জমায়েত এড়াতে জারি হয়েছে ১৪৪ ধারা। সম্প্রতি, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক, ডেল্টা প্লাস সংক্রমণ নিয়ে মহারাষ্ট্রকে সতর্ক করে চিঠি পাঠায়। তারপরই এই বিধিনিষেধ বলে মনে করা হচ্ছে।
মহারাষ্ট্র-এ আজ থেকে আরও কিছুটা কড়া কোভিড বিধিনিষেধ
সোমবার,২৮/০৬/২০২১
608