কসবা ভ্যাকসিন কানন্ডে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের নাম রবীন শিকদার, সুশান্ত দাস এবং শান্তনু মান্না। এই তিনজনকে শনিবার আদালতে তোলা হয়। পুলিশ ধৃত তিনজনের পুলিশ হেফাজত চায় জিজ্ঞাসাবাদ করার জন্য। এদিন আলিপুর আদালত ২ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। পাশাপাশি দেবাঞ্জনএর মামলায় দেবাঞ্জন সহ ওই তিনজনের ওপর ৩০৭ ধারা সংযুক্ত করা হয়েছে।
কসবা জাল ভ্যাকসিন কানন্ডে তিনজনকে গ্রেফতার
শনিবার,২৬/০৬/২০২১
1346