১০০-র বেশি মানুষ জাল টিকা নিয়ে চরম আতঙ্কে !


শনিবার,২৬/০৬/২০২১
646

কসবা জুড়ে এখন আতঙ্কের ছায়া। ১০০-র বেশি মানুষ জাল টিকা নিয়ে চরম আতঙ্কে। পুলিশের জালে বন্দী কসবা কান্ডের মূল অভিযুক্ত ভুঁয়ো আইএস দেবাঞ্জন দেব। তার আয়োজিত ভ্যাকশিনেশন ক্যাম্পে টিকা নিয়েছিলেন বয়স্ক থেকে যুব বিভিন্ন বয়সী মানু্ষ। করোনা টিকার পরিবর্তে জাল টিকা দেওয়া হয় বলে অভিযোগ তাদের। টিকা গ্রহীতাদের অনেকেরই নানা উপসর্গ দেখা দিয়েছে। জাল টিকা নিয়ে বিপাকে পড়া প্রায় শতাধিক মানুষ এদিন এই স্বাস্থ্য শিবিরে ছুটে আসেন আতঙ্ক কাটাতে। দূরে যাতায়াতের ক্ষমতা নেই এমন অনেক বয়স্ক মানুষ ওইদিন টিকা নেন ওই ক্যাম্প থেকে। জাল টিকা কান্ড সামনে আসার পর তাঁদের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন পরিবারের সদস্যরা।

রাজ্য স্বাস্থ্য দফতর ও কলকাতা পুরসভার পক্ষ থেকে শনিবার কসবায় বিশেষ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। যাঁরা ভুঁয়ো ভ্যাকশিনেশন ক্যাম্পে টিকা নিয়েছিলেন তাদের চিকিৎসা ও মানসিক জোর বাড়ানোর জন্যই এই বিশেষ ক্যাম্প। জানালেন পুর প্রশাসক সদস্য সুশান্ত ঘোষ। কসবায় আলোচনার কেন্দ্রবিন্দু এখন দেবাঞ্জন দেব। প্রতারকের বিরুদ্ধে পুলিশের কঠোর ভূমিকার প্রশংসা করলেন তারা। পাশাপাশি আতঙ্ক দূর করতে স্বাস্থ্য দফতরের ভূমিকাতেও খুশি তারা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট