মমতা বন্দ্যোপাধ্যায়ের করা সুপ্রিম কোর্টে নারদ মামলার হলফনামা জমা মামলা হাইকোর্টে ফিরল। হাইকোর্টকে হলফনামা জমার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ৯ জুন অভিযুক্তদের পক্ষের আইনজীবী অভিষেক মনু সিংভির সওয়ালের মাঝখানে মুখ্যমন্ত্রীর হয়ে হলফনামা জমা দেওয়ার আবেদন জানান আইনজীবী রাকেশ দ্বিবেদী। কিন্তু, আদালত সেই আবেদন খারিজ করে দেয়। নারদ মামলায় আগেই মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রীকে পার্টি হিসেবে যুক্ত করা হয়। কিন্তু তাঁদের পক্ষ থেকে আলাদা ভাবে হলফনামা জমা দেওয়া হয়নি। শুনানির প্রায় ১৫ দিনের শেষে ৯ জুন জমা দিতে গেলে তা খারিজ হয়ে যায়।
নারদ মামলার হলফনামা জমা মামলা হাইকোর্টে ফিরল
শুক্রবার,২৫/০৬/২০২১
651