স্টুডেন্ট ক্রেডিট কার্ড; প্রতিশ্রুতি পূরণ মমতার


বৃহস্পতিবার,২৪/০৬/২০২১
742

নির্বাচনী ইশতেহারে দেওয়া আরও একটি প্রতিশ্রুতি পূরণ। আগামী ৩০ জুন উদ্বোধন হতে চলেছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড-র। বৃহস্পতিবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, উচ্চশিক্ষার জন্য ছাত্র-ছাত্রীরা ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন। যার গ্যারান্টার থাকবে রাজ্য সরকার। পাশাপাশি রাজ্যের পড়ুয়া ও যুবদের বিদেশ সফর সুগম করতে ও কো-ভ্যাকসিন জটিলতা কাটাতে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যারা কো-ভ্যাকশিন নিয়েছেন তারা বিদেশ যেতে পারছেন না পড়াশোনার জন্য বা অন্যান্য প্রয়োজনে। কো-ভ্যাকসিন এর ছাড়পত্র না মেলায় বিমানে ওঠার অনুমতি পাচ্ছেন না তারা। কেন্দ্রীয় সরকারকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবার জন্য অনুরোধ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এই জটিলতা কাটাতে প্রধানমন্ত্রী উদ্যোগ গ্রহণ করুন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট