কলকাতার পোস্তা ব্রিজ ভেঙে ফেলার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাইটস এর তত্ত্বাবধানে, অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে জিরো লেভেল ভাইব্রেশন অর্থাৎ ন্যূনতম ভাইব্রেশন ছাড়া এই বৃজটি ভাঙার কাজ চলছে তা পর্যবেক্ষণ করলেন রাজ্যের পরিবহন ও আবাসন মন্ত্রী তথা কলকাতা পুরসভার বর্তমান প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম সহ রাজ্য সরকারের শীর্ষ আধিকারিক বৃন্দ। পাশাপাশি এই পদ্ধতির মাধ্যমে পোস্তা ব্রিজ ভাঙার ক্ষেত্রে দুইপাশের বাসিন্দাদের সেফটি বা নিরাপত্তা বিষয়টিকে সুনিশ্চিত করার লক্ষ্যে- এ দিন রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকদের নিয়ে পোস্তা ব্রিজ ভাঙার কাজ পর্যবেক্ষণ করলেন – ফিরহাদ সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশ কমিশনার, রাইটসের ডিরেক্টর সহ অন্যান্য আধিকারিক গন। আগামী 45 দিনের মধ্যে প্রথম পেজে ভাঙার কাজ শেষ হয়ে যাবে। ইতিমধ্যেই এই কাজে সহযোগিতার জন্য পোস্তা ব্রিজের দুইপাশের বাসিন্দাদের কাছে আবেদন রেখেছেন ফিরহাদ। রাইটস এর তত্ত্বাবধানে যে পদ্ধতিতে পোস্তা ব্রিজ ভাঙার কাজ চলছে তাতে খুশি সকলেই। এই কাজের পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট রাজ্যের মুখ্যসচিব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেবেন বলেও এদিন জানান ফিরহাদ। এলাকার মানুষের নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দিয়ে যেভাবে পোস্তা ব্রিজ ভাঙার কাজ চলছে তা সরেজমিনে দেখার জন্য ইতিমধ্যেই কলকাতা পুরসভার বর্তমান প্রশাসক মন্ডলীর চেয়ারম্যানকে অনুরোধ করেছিলেন এলাকার বিধায়ক বিবেক গুপ্তা। ফিরহাদ এর নেতৃত্বে রাজ্যের মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব ও কলকাতা পুলিশ কমিশনার এর উপস্থিতিতে রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিক দে এদিনের প্রস্তাব রিচ পর্যবেক্ষণ কে সাধুবাদ জানান তিনি।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোহাল আজ বেজিংয়ে, ভারত- চায়না বিশেষ প্রতিনিধি স্তরের আলোচনায় অংশ নেবেন।…
আগামী বছরের জানুয়ারি মাস থেকে ভারতীয় নাগরিকরা শ্রীলঙ্কায় বিনা শুল্কে ভিসা পাবেন। ৩৯ টি দেশের…
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, ‘ন্যাশনাল টেস্টিং এজেন্সী’- NTA, আগামী বছর থেকে শুধুমাত্র প্রতিযোগিতামূলক প্রবেশিকা…
বাংলাদেশে সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষিতে এবারের গঙ্গাসাগর মেলার নিরাপত্তা নিয়ে রাজ্য সরকার বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে।…
রাজ্য সরকারের উদাসীনতার কারণে ন্যাশনাল ‘ব্যাম্বু মিশন’ অভিযানের কাজ এই রাজ্যে এগোয়নি বলে কেন্দ্রীয় শিক্ষা…
সিকিউরিটিস এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া SEBI জানিয়েছে, কোনো ব্যক্তি বিনিয়োগ সংক্রান্ত উপদেশ দিতে চাইলে…