কেন্দ্রের বিরুদ্ধে এই অভিযোগ তুললেন সৌগত রায় ও সুখেন্দু শেখর রায়


বুধবার,২৩/০৬/২০২১
620

রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন্দ্র যে আচরণ করছে তার প্রতি হিংসা মূলক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মদতেই এই কাজ করা হচ্ছে। তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রের বিরুদ্ধে এই অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা সৌগত রায় ও সুখেন্দু শেখর রায়। সৌগত রায় বলেন, প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে প্রতিষোধ মূলক আচরণ করছে কেন্দ্রীয় সরকার। ভোটে পরাজিত হওয়ার পর নোংরা রাজনীতি করছে। যখন তিনি কোভিড নিয়ে কাজ করছিলেন তখন তার বিরুদ্ধে যে নোংরা রাজনীতি করছে তা লজ্জাজনক। প্রধানমন্ত্রীর দফতরের মধ্যে এই কর্মীবর্গ বিভাগ। অর্থাৎ প্রধানমন্ত্রীর নির্দেশে সব হচ্ছে। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে ১৫ মিনিট অপেক্ষা করিয়েছিলেন। সাগরে খারাপ আবহাওয়ার জন্য হেলিকপ্টার উড়তে দেরি হয় তা জানানো হয়েছিল। ন্যাশনাল ডিজাস্টার আইনে অভিযুক্ত করা হয়। যেখানে ডিজাস্টার নিয়েই মুখ্যমন্ত্রীর সঙ্গে কাজ করছিলেন অালাপনবাবু। কেন্দ্রের অভিযোগ হাস্যকর। কেন্দ্রের এইসব ব্যাবস্থা আসলে রাজ্য সরকারে কাজে ব্যাঘাত সৃষ্টি করা। IS/IPS অফিসারদের সংবিধান মেনে কাজ করেন। নিষ্ঠুর আচরণ করছে কেন্দ্র। এর প্রতিবাদ জানাচ্ছি ; সৌগত রায়

রাজ্য সরকারের কাজকে দুর্বল করে দেওয়ায় উদ্দেশ্য কেন্দ্রের। এই নিষ্ঠুর আচরনের ধিক্কার জানাচ্ছি। একজন অবসরপ্রাপ্ত অফিসারের বিরুদ্ধে এরকম ব্যাবস্থা নেওয়া যায় না। আইনগত ভাবে অনৈতিক কাজ। যত দ্রুত সম্ভব এই নোংরামি বন্ধ হোক। প্রশাসনিক কাজকে দুর্বল করতে চাইছে কেন্দ্র।প্রতিহিংসা মূলক আচরণ করছে তার প্রতিবাদ জানাচ্ছি ; সুখেন্দুশেখর রায়

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট