মুক্তি পেলো “রু এবং সংবিগ্ন পক্ষীকূল – এর” শ্রদ্ধার্ঘ্য “হায় ভালোবাসি”


মঙ্গলবার,২২/০৬/২০২১
5027

বাংলা গানের দল রু এবং সংবিগ্ন পক্ষীকূল, যাদের সাঙ্গীতিক পথ চলা শুরু ২০১৬ সালে। নিজেদের লেখা এবং সুর করা গানের মাধ্যমে ইতিমধ্যেই তারা বহু মানুষের হৃদয় দখল করেছে। তাদের নিজস্ব গানের মধ্যে ‘আয় রে আয়’, ‘বন্ধু’, ‘আর্তনাদ’ – তাদের শ্রোতাবন্ধুদের বিশেষ প্রিয়। সম্প্রতি বিশ্ব সঙ্গীত দিবসে বাংলা ব্যান্ড জগতের বিশিষ্ট এবং নবীন শিল্পীদের সঙ্গে মিলে তারা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলো বাংলা ব্যান্ডের পথিকৃৎ শ্রদ্ধেয় শ্রী গৌতম চট্টোপাধ্যায় এবং মহীনের ঘোড়াগুলিকে। মহীনের ঘোড়াগুলির কালজয়ী গান ‘হায় ভালোবাসি’ গানের এই সংস্করণে গলা মিলিয়েছেন ক্যাকটাসের সিদ্ধার্থ রায়, কালপুরুষের অরিজিৎ মজুমদার, লক্ষ্মীছাড়ার রাজীব মিত্র এবং এই প্রজন্মের নবীন শিল্পী রু মজুমদার, স্যমন্তক সেনগুপ্ত, শুভময় দে সরকার, জাগরী কর্মকার, বিপ্রদীপ বিষ্ণু। শব্দমিশ্রণ করেছেন অঙ্কন বিশ্বাস, যন্ত্রায়োজনে অভিরূপ দাস, কুলদীপ মিত্র, কৃতধী ভক্ত এবং সৌরভ মিস্ত্রি। সমগ্র পরিকল্পনায় রু এবং সংবিগ্ন পক্ষীকূলের সদস্যরা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট