ই-কমার্সের স্বচ্ছ ও ন্যায্য বাণিজ্য অনুশীলনের জন্যে কেন্দ্র, একগুচ্ছ সংশোধন-এর প্রস্তাব করেছে। এই মর্মে ২০২০র ক্রেতা সুরক্ষা ই-কমার্স আইনের সংশোধনীর খসড়া প্রকাশ করা হয়েছে। উপভোক্তাদের স্বার্থ রক্ষা করা এবং বাজারে ন্যায্য প্রতিযোগিতাই এর মূল উদ্দেশ্য। কেন্দ্র, স্পষ্ট করে জানিয়েছে, ই-কমার্সের মাধ্যমে “ফ্ল্যাশ সেল” বাতিল করা হচ্ছে না। তবে, গ্রাহকদের কম সুযোগ দিয়ে যে সব কেনাকাটা করা হয়, সে ক্ষেত্রে কিছু বিধি নিষেধ আনা হচ্ছে। এই খসড়ার বিষয়ে ৬ই জুলাইয়ের মধ্যে সকলের কাছে পরামর্শ চাওয়া হয়েছে।
ই-কমার্সের স্বচ্ছ ও ন্যায্য বাণিজ্য অনুশীলনের জন্যে একগুচ্ছ সংশোধন-এর প্রস্তাব
মঙ্গলবার,২২/০৬/২০২১
7425