নীতি আয়োগ-এর সদস্য ডাঃ V. K পাল বলেছেন, অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু করে স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার চাবিকাঠি যে দ্রুত টিকা দানের মধ্যেই রয়েছে। কোভিড টিকার সংশোধিত নীতি কার্যকর হওয়ার প্রথমদিনে গতকাল প্রায় ৮৬ লক্ষ ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। এথেকেই বোঝা যায় আগামী দিনগুলিতে আরও অধিক বড় মাত্রায় টিকা দেওয়ার ক্ষমতা ভারত-এর রয়েছে।
অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার চাবিকাঠি টিকা দানের মধ্যেই
মঙ্গলবার,২২/০৬/২০২১
695