পুজোর আগেই রাজ্যে শিক্ষক নিয়োগ হতে চলেছে। প্রাথমিক ও উচ্চ প্রাথমিক মিলিয়ে মোট ২৪ হাজার শিক্ষক নিয়োগ হতে চলেছে। নবান্নে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে রাজ্যে সাড়ে ২৪ হাজার শিক্ষক নিয়োগ হতে চলেছে পুজোর আগেই। সোমবার নবান্নে ঘোষনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।পুজোর পর আরও ৭ হাজার শিক্ষক নিয়োগ করা হবে বলে জানালেন তিনি।
‘‘পুজোর আগেই উচ্চ প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। প্রাথমিকে করা হবে সাড়ে ১০ হাজার শিক্ষক। পুজোর পর আরও ৭ হাজার শিক্ষক নিয়োগ করব আমরা।’’ – মমতা বন্দ্যোপাধ্যায় (মুখ্যমন্ত্রী); আদালতে মামলা চলায় শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এত দিন আটকে ছিল বলে জানান মুখ্যমন্ত্রী। নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, কারও কাছে লবি করার দরকার নেই। মেধার ভিত্তিতে স্কুলে স্কুলে নিয়োগ করব আমরা। উল্লেখ্য, স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করা হবে।
পুজোর আগেই রাজ্যে শিক্ষক নিয়োগ হতে চলেছে
সোমবার,২১/০৬/২০২১
719