দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার ওপর বিস্তৃত ঘূর্ণাবর্তের জেরে এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকে পড়ায়,রাজ্যের বিভিন্ন জেলায় গতকাল থেকে ভারী ও অতি ভারী বৃষ্টি চলছে। আজও দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারের মত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। নদিয়া, মুর্শিদাবাদ,উত্তর 24 পরগনা ছাড়াও কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলার কোথাও কোথাও আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের আজও মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। আগামীকাল থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে।রাজ্যে পয়লা জুন থেকে এপর্যন্ত স্বাভাবিকের চেয়ে ৫১ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। স্বাভাবিকের চেয়ে ৫১ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে।দক্ষিণবঙ্গে স্বাভাবিকের তুলনায় ১০৬ শতাংশ এবং কলকাতায় ১০৮ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে।
রাজ্যের বিভিন্ন জেলায় গতকাল থেকে ভারী ও অতি ভারী বৃষ্টি
রবিবার,২০/০৬/২০২১
642