জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গত ২ দিনে শহরে দুই যুবকের মৃত্যুর ঘটনায় রাজ্য সরকার বিদ্যুৎ সংস্থা সিইএসসির দায়িত্বপ্রাপ্ত কর্মীদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে। আজকের মধ্যেই জবাব চাওয়া হয়েছে বলে বিদ্যুৎ দপ্তর সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার হরিদেবপুরে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান জোকার বাসিন্দা মানিকবারুই এবং গতকাল পাটুলিতে মাছ ধরতে গিয়ে একইভাবে প্রাণ হারান সুজয় মণ্ডল নামে আরও এক যুবক।
জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গত ২ দিনে শহরে দুই যুবকের মৃত্যু
রবিবার,২০/০৬/২০২১
560