ধীরে ধীরে সোশ্যাল মিডিয়ায় ফিরে এলো রিয়া কিন্তু এখন সম্পূর্ণভাবে কাজহীন। অমিতাভ বচ্চন এবং ইমরান হাশমি অভিনীত চেহরে সিনেমায় তাকে দেখা গেলেও ছবির ট্রেলারে কিন্তু তাকে দেখা যায়নি।এছাড়াও সেই সময় বিভিন্ন প্রযোজক ও পরিচালক তাকে বিভিন্ন প্রজেক্ট থেকে বাদ দিয়ে দিয়েছিলেন। এখন জানা যাচ্ছে বলিউড তার মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছে। একসময় তামিল ছবিতে দীর্ঘদিন অভিনয় করেছিলেন রিয়া। এই কাজের জন্য এই তামিল ছবির দরবারেই তিনি আবার হাজির হয়েছিলেন।হায়দ্রাবাদে কাজ পেতে ছুটে গিয়েছিলেন অভিনেত্রী। তবে জানা যাচ্ছে সেখান থেকেও খালি হাতে ফিরতে হয়েছে তাকে। ফলে রিয়া চক্রবর্তীর কেরিয়ার নিয়ে উঠে গিয়েছে প্রশ্ন।
হায়দ্রাবাদে কাজের জন্য রাস্তায় রাস্তায় ঘুরছেন রিয়া চক্রবর্তী
মঙ্গলবার,১৫/০৬/২০২১
3919