রাজ্যে নতুন করে মিউকর মাইকোসিসে আট জন আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। এদের মধ্যে তিন জন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, দু জন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও এক জন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এই নিয়ে মোট ১১৫ জন এরাজ্যে এই কালো ছত্রাক রোগে আক্রান্ত হন বলে সন্দেহ করা হচ্ছে। গত একদিনে হিসাব অনুযায়ী মিউকর মাইকোসিসে চার জনের মৃত্যু হয়েছে, এক জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মোট ২৩ জন এরাজ্যে এই মারণ রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে।
রাজ্যে নতুন করে মিউকর মাইকোসিসে আট জন আক্রান্ত
রবিবার,১৩/০৬/২০২১
803