বেহালা চৌরাস্তায় সৌরভ গাঙ্গুলী ফাউন্ডেশন ও একটি বেসরকারি সংস্থার তরফ থেকে যে ভ্যাকসিনেশন প্রদান শুরু হয়েছে । সেখানে আজকের সৌরভ গাঙ্গুলী আসলেন এসে বললেন ভ্যাকসিনেশান চলছে ।অত্যন্ত ভাল কাজ, একটা গুরুত্বপূর্ণ কাজ কারণ এই সময় ভ্যাকসিন সবারই দরকার রয়েছে । আইপিএল নিয়ে বললেন আইপিএল এবং ওয়ার্ল্ড কাপ দুটো নিয়ে আশাবাদী এবং দুটোই হবে । সামনে টেস্টে দুটোই ভাল টিম এবং আজকে আশাবাদী যে নিউজিল্যান্ড ইংল্যান্ডকে হারিয়ে দেবে । এবং ভারতের টিমে যথেষ্ট ভালো রয়েছে কোনো রকম কোনো অসুবিধা হবে না. গতকাল ফুটবল মাঠে যেটা হচ্ছে সেটা খুব দুর্ভাগ্য জনক । একটা ভালো খবর যে উনি সুস্থ আছেন এবং প্রথম দিকে একটু হলেও আতঙ্কিত হয়ে ছিলাম । ইস্টবেঙ্গলের ইনভেস্টর নিয়ে আমি কিছু বলতে পারবোনা আমি জানি না ।
সৌরভ গাঙ্গুলী ফাউন্ডেশন ও একটি বেসরকারি সংস্থার তরফ থেকে যে ভ্যাকসিনেশন প্রদান
রবিবার,১৩/০৬/২০২১
625