কোভিড চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসা সরঞ্জামগুলিকে GST ছাড় !


শনিবার,১২/০৬/২০২১
582

পণ্য ও পরিষেবা কর GST পরিষদ, কোভিড চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসা সরঞ্জামগুলিকে GST ছাড়ের আওতায় নিয়ে এসেছে। এ ব্যাপারে পরিষদ, উচ্চক্ষমতাপ্রাপ্ত মন্ত্রীগোষ্ঠীর সুপারিশগুলিকে বেশীরভাগ ক্ষেত্রেই গ্রহণ করেছে। আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ বলেন, পরিষদ, অ্যান্টিফাঙ্গাল ওষুধ-এম্ফোটেরিসিন-বি এবং অ্যান্টি ভাইরাল ওষুধ- টোসিলিজুমাবের উপর থেকে GST পুরোপুরি প্রত্যাহার করেছে। কোভিড চিকিৎসার কাজে ব্যবহৃত রেমডিসিভিরের উপর GST, ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশে নামিয়ে এনেছে। একইভাবে ৫ শতাংশ GST-র আওতায় আনা হয়েছে অ্যান্টিকোয়াগুলান্ট হেপারিন সহ কয়েকটি ওষুধকে। তবে কোভিড ভ্যাকসিনের উপর GST, ৫ শতাংশই থাকছে। মেডিক্যাল অক্সিজেন, অক্সিজেন উৎপাদক সরঞ্জাম এবং কোভিড চিকিৎসায় ব্যবহৃত ডিভাইসগুলির উপর বহাল GST, ১২ থেকে কমিয়ে ৫’শতাংশ করা হয়েছে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট