টালা ব্রিজ পরিদর্শনে গিয়েছিলেন কলকাতা করপোরেশনের প্রশাসক মন্ডলীর সদস্য এবং কাশিপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অতীন ঘোষ। এদিন তিনি টালা ব্রিজ পুরোটা পরিদর্শন করেছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি বলেছেন 365 কোটি খরচে তৈরি হচ্ছে টালা ব্রীজ।টালা ব্রিজ নকশার কিছুটা পরিবর্তন আনা হবে। সেই কারণে রেল কর্তাদের সঙ্গে আলোচনা করেই পুরো সিদ্ধান্ত নেওয়া হবে। রাজ্যে করোনা পরিস্থিতি রয়েছে। তাই কাজ কিছুটা থমকে রয়েছে। কারণ পয়সার প্রয়োজন রয়েছে। এমনটাই জানালেন অতীন ঘোষ।এছাড়াও তিনি বলেছেন, 2022 ফেব্রুয়ারি মাসে টালা ব্রীজ জনসাধারণের জন্য খোলা হবে। সেই দিন ঠিক করা আছে। আগের থেকে নতুন টালা ব্রিজ অনেকটাই বড় হবে চওড়া হবে। নতুন টালা ব্রিজের নিচে গাড়ি চলাচল সচল ভাবে গাড়ি চলাচল করতে পারবে। p.w.d. এবং রেল এক সঙ্গে যৌথভাবে কাজ করছে। তবে খুব তাড়াতাড়ি কাজ শেষ হবে বলে তিনি জানিয়েছেন।
টালা ব্রিজ পরিদর্শনে গিয়েছিলেন কলকাতা করপোরেশনের প্রশাসক মন্ডলী
শনিবার,১২/০৬/২০২১
976