করোনায় সংক্রমিত হয়ে কোন ব্যক্তির মৃত্যু হলে, সেই জীবাণু, মৃত ব্যক্তির কিডনি এবং ফুসফুস-এর মারাত্মক ক্ষতি করে বলে, ক্লিনিক্যাল অটোপ্সি রিপোর্টে উঠে এসেছে। এছাড়াও রোগীর চামড়া, ব্রেন এবং বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গেও তার প্রভাব পড়ে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
করোনায় সংক্রমিত হয়ে তিন সপ্তাহ আগে গণদর্পণ-এর প্রতিষ্ঠাতা এবং রাজ্যে মরণোত্তর দেহদানের পথিকৃৎ ব্রজ রায়ের মৃত্যুর পর, রোগের প্রভাবে শরীরে কি কি ক্ষতি হয় তা বিস্তারিতভাবে জানতে, রাজ্যে প্রথম ক্লিনিক্যাল অটোপ্সির জন্য তাঁর দেহ, আর.জি.কর হাসপাতালে পাঠানো হয়। গতকাল স্বাস্থ্য দপ্তরে সেই রিপোর্ট জমা পড়ে। এর আগে স্বাস্থ্য অধিকর্তা দেবাশীষ ভট্টাচার্য্যর নেতৃত্বে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছিল। তাঁরা তিন সপ্তাহ ধরে মোট ৪০ টি ধাপে এই অটোপ্সী করেন।
করোনায় সংক্রমিত হয়ে কোন ব্যক্তির মৃত্যু নিয়ে চাঞ্চল্য
শুক্রবার,১১/০৬/২০২১
609