দেশে দৈনিক করোনা সংক্রমণ আজ কিছুটা বেড়েছে। তবে মৃতের সংখ্যা একলাফে অনেকটাই বেড়ে ৬ হাজারের গণ্ডী ছাড়িয়েছে, যা এ পর্যন্ত সর্বাধিক। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আজ সকালের রিপোর্টে জানা গেছে, একদিনে নতুন ক’রে আক্রান্ত হয়েছেন ৯৪ হাজার ৫২ জন। গতকাল এই সংখ্যা ছিল- ৯২ হাজার ৫৯৬। এই সময়ে মৃত্যু হয়েছে ৬ হাজার ১৪৮ জনের। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো- ৩ লক্ষ ৫৯ হাজার ৬৭৬।
২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন, ১ লক্ষ ৫১ হাজার ৩৬৭ জন, যা আগের দিনের তুলনায় বেশ কিছুটা কম। গতকাল আরোগ্য লাভ করেন, ১ লক্ষ ৬২ হাজার ৬৬৪ জন। তবে, টানা ২৮ দিন ধরে, সংক্রমিতের তুলনায় আরোগ্য প্রাপ্তের সংখ্যা বেশী। জাতীয় আরোগ্যের হার ৯৪ দশমিক ৭/৬ শতাংশ। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১১ লক্ষ ৬৭ হাজার ৯৫২, যা মোট আক্রান্তের চার শতাংশ। এই সময়ে ২০ লক্ষ চার হাজারের’ও বেশী নমুনা পরীক্ষা করা হয়েছে।
দেশে দৈনিক করোনা সংক্রমণ আজ কিছুটা বেড়েছে
শুক্রবার,১১/০৬/২০২১
591