রেশন কার্ডের সাথে আধার কার্ডের সংযুক্তি বাধ্যতা মূলক করা হচ্ছে


বৃহস্পতিবার,১০/০৬/২০২১
990

নিজের রেশন নিজেই ও রাজ্যের যে কোন জায়গা থেকেই নিতে পারে তার ই ব্যাবস্হা করতে রেশন কার্ডের সাথে আধার কার্ডের সংযুক্তি বাধ্যতা মূলক করা হচ্ছে। খাদ্য দপ্তরে লক্ষ্য আগামী আগষ্ট মাসের মধ্যে সমস্ত রেশন কার্ডে আধার সংযুক্তি।এছাড়াও ই কার্ডে রেশন খাদ্য দপ্তরের পোর্টালে রেশনের আবেদন করলে তার অনুমোদন এসে গেলেই তা দেখিয়ে তুলতে পারবে রেশন বলে জানালেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।সরলীকরনে খাদ্য দপ্তর তৈরী করছে নতুন এ্যপ। এছাড়াও কোভিড পরিস্হির কথা বিবেচনা করে পরিবর্তন হচ্ছে রেশন প্রাপকের ক্রাইটেরিয়া।তৈরী হয়েছে কমিটি।কমিটি সিদ্ধান্ত নেবে কারা পাবে ভর্তুকি যুক্ত রেশন।বর্তমান পরিস্হিতিতে অনেকের ই কমেছে বা বন্ধ হয়েছে রোজগার।সে কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রীর নির্দেশে হতে চলেছে এই পরিবর্তন ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট