প্রয়ত বিশিষ্ট পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত


বৃহস্পতিবার,১০/০৬/২০২১
796

চলে গেলেন প্রখ্যাত চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত। বৃহস্পতিবার সকাল ৬ টায় দক্ষিণ কলকাতার নিজের বাসভবনে মৃত্যু হয় তাঁর। ঘুমের মধ্যে মৃত্যু হয়েছে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধদেব দাশগুপ্তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।শোকবার্তায় মমতা লিখেছেন, ‘বিশিষ্ট চিত্রপরিচালক বুদ্ধদেব দাশগুপ্তের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৭ বছর। তাঁর পরিচালিত উল্লেখযোগ্য ছবি তাহাদের কথা, বাঘ বাহাদুর, উত্তরা, চরাচর, মন্দ মেয়ের উপাখ্যান, কালপুরুষ ইত্যাদি। তাঁর মৃত্যুতে চলচ্চিত্র জগতের অপূরণীয় ক্ষতি হল।আমি বুদ্ধদেব দাশগুপ্তের পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানাচ্ছি। অনেকদিন ধরেই তিনি কিডনির অসুখে ভুগছিলেন। ডায়ালিসিস চলছিল। সেই সঙ্গে বার্ধক্যজনিত সমস্যাও ছিল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। ‘উত্তরা’ ও স্বপ্নের দিন’ ছবির জন্য পরিচালক হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন এই বিখ্যাত পরিচালক। এছাড়াও তাঁর ৫টি ছবি জাতীয় চলচ্চিত্র প্রতিযোগিতায় সেরা ছবির শিরোপা পায়। বাংলার সেরা ফিচার ফিল্মের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে তাঁর আরও দু’টি ছবি— ‘দূরত্ব’ এবং ‘তাহাদের কথা’।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট