আগামী ৭২ ঘণ্টায় উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা এবং নিচের মালদা ও দিনাজপুরে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। দক্ষিণবঙ্গের খেতে আগামী দুইদিন তাপমাত্রা কমার কোন সম্ভাবনা নেই । তবে 9 এর পরে তাপমাত্রা 2 থেকে3 ডিগ্রি কমবে । এই কদিনে দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি হবে এবং বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে ।এই ঝড় বৃষ্টির দক্ষিণবঙ্গে ৯ এবং ১০ একটু বেশি হবে। ১১ তারিখ উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হবে সেই নিম্নচাপের হাত ধরেই দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ করবে এবং তার সাথে পশ্চিমবঙ্গের বাকি জেলাতেও বর্ষা প্রবেশ করবে। ১১ তারিখ এর পর থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা সম্ভাবনা। দুই ২৪ পরগনা, ঝারগ্রাম,পূর্ব মেদিনীপুর, এবং হাওড়া. এছাড়া একটি নিম্নচাপ অক্ষরেখা পূর্ব উত্তরপ্রদেশে থেকে দক্ষিণ বিহার হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এরফলেই ঝড় বৃষ্টির সম্ভাবনা ৯ ও ১০ থেকে । উত্তর বঙ্গে উপরের ৫ জেলায় বর্ষা প্রবেশ করেছে এর পর ১১ তারিখ পুরো পশ্চিমবঙ্গ এ বর্ষা প্রবেশ করবে ।
আগামী ৭২ ঘণ্টায় এই জেলা গুলিতে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে
সোমবার,০৭/০৬/২০২১
1340