লাক্সারি ট্যাক্সি, ওলা, উবের সহ বিভিন্ন গাড়ির ক্ষেত্রে লকডাউন ছাড় দেওয়ার প্রস্তাব


বৃহস্পতিবার,০৩/০৬/২০২১
1434

জয়েন্ট কাউন্সিল অফ লাক্সারি ট্যাক্সি এসোসিয়েশনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক শংকর ঘোষ মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখছেন এই প্যানডেমিক টাইমে লকডাউন এর সময় যখন মুখ্যমন্ত্রী বিভিন্ন দোকানপাট হাট বাজার খোলার ক্ষেত্রে বিশেষ ছাড় দিয়েছেন। সেই মতো যদি লাক্সারি ট্যাক্সি, ওলা, উবের সহ বিভিন্ন গাড়ির ক্ষেত্রে যদি ছাড় দেওয়া যায় তাহলে এই পরিষেবার সঙ্গে যারা জড়িত তাদের কিছুটা সুরাহা হবে। যেমন ট‍্যাক্স পারমিট সিএফ এর ক্ষেত্রে জুন মাস পর্যন্ত আগেই ছাড় দেওয়া হয়েছে। এই মুহূর্তে সেই ছারটা যদি আরও ছমাস বাড়ানো যায় তাহলে অনেকটাই সুরাহা হয়। এছাড়াও ব্যাংকের ইএমআই এর ক্ষেত্রে বিভিন্ন চাপ আসছে এই পরিষেবার সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে। সেইমতো ব্যাংক গুলো যদি একটু এই বিষয়ে ছাড় দেয় তাহলে তাদের অনেকটাই উপকার হয়। বর্তমানে 50000 গাড়ি বসে আছে। এই পরিষেবার সঙ্গে যারা যুক্ত তাদের খুব করুণ অবস্থা গাড়ি না চালার জন্য। তাই মুখ্যমন্ত্রীর কাছে আবেদন গাড়ি চলার ক্ষেত্রে যদি ছাড় দেওয়া হয় তাহলে এই ট্রেডের ফ্যামিলি সাথে যারা যুক্ত তারা এবং তাদের ফ্যামিলি বাচবে‌। এছাড়া এই লাক্সারি ট্যাক্সি অ্যাসোসিয়েশনের যেসব ড্রাইভার আছে তাদের জন্য যদি এলাকাভিত্তিক ভ্যাকসিন এর ব্যবস্থা করা যায় সে বিষয়েও তারা আবেদন রেখেছেন মুখ্যমন্ত্রীর কাছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট