18মে করণা আক্রান্ত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য । 25মে উডল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। তারপর থেকে তিনি উডল্যান্ড হাসপাতাল এই তিনি চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। 31 শে মে তার করোনা নেগেটিভ রিপোর্ট আসে। তাই সাত চিকিৎসকের মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেয় বুদ্ধদেব ভট্টাচার্যে যেহেতু এখন সুস্থ রয়েছেন তার অক্সিজেন মাত্রা 96 রয়েছে এবং শ্বাসকষ্ট এখন নেই। অক্সিজেন সাপোর্ট ও তার এখন খুব একটা লাগছে না। তাই চিকিৎসকরা সিদ্ধান্ত নেন, যে তাকে উডল্যান্ড হাসপাতাল থেকে ছাড়া হবে এবং তাকে আর একটি বেসরকারি নার্সিং হোম আইটিসি রোডের মেরি লেন্ড নার্সিংহোমে রাখা হবে যদি প্রয়োজন হয় তাহলে অক্সিজেন সাপোর্ট দেয়া হবে। চিকিৎসকরা প্রতি মুহূর্তে তার আপডেট নেবে। এবং বাড়িতে থেকেই তার চিকিৎসা হবে। আর তাই তাকে কিছুক্ষণ আগে উডল্যান্ড হাসপাতাল থেকে সরাসরি বেসরকারি আরেকটি নার্সিংহোম আইটিসি রোডের মেরিল্যান্ড নার্সিং হোমে নিয়ে যাওয়া হল । সেকানেই আরো সাত দিন আইসোলেশনে থাকবেন তিনি।
সাত দিন আইসোলেশনে থাকবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য
বুধবার,০২/০৬/২০২১
664