রাজ্যে এখনও পর্যন্ত এক কোটি ৪১ লাখ মানুষ টিকা পেয়েছেন


মঙ্গলবার,০১/০৬/২০২১
713

করোনা সংক্রমণ প্রতিরোধে রাজ্যে এখনও পর্যন্ত এক কোটি ৪১ লাখ মানুষ টিকা পেয়েছেন বলে রাজ্য সরকার জানিয়েছে। বর্তমান করোনা পরিস্থিতি সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্ন থেকে বিভিন্ন দপ্তরের সচিব, জেলাশাসক এবং জেলা পুলিশ সুপারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। পরে তিনি সাংবাদিকদের বলেন এর মধ্যে এক কোটি এক লক্ষ মানুষ প্রথম ডোজ এবং ৪০ লক্ষ মানুষ দ্বিতীয় ডোজ পেয়েছেন। ১১৪ কোটি টাকা দিয়ে রাজ্য সরকার সরাসরি ভ্যাকসিন কিনবে বলে তিনি জানিয়েছেন। এখনো পর্যন্ত ১৮ লক্ষ ডোজ ভ্যাকসিন কেনা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। কড়া বিধিনিষেধের জন্য রাজ্যে করোনা সংক্রমণ এবং সংক্রমণ থেকে মুক্তির হার অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে মুখ্যমন্ত্রী এইদিন দাবি করেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট