করোনা সংক্রামিত মানুষজনের চিকিৎসায় পথ চলা শুরু করলো ইসলামিয়া হসপিটাল। মমতা বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগে রাজ্য সরকারের পক্ষ থেকে তিন কোটি 75 লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হয়েছে এই হসপিটালের পরিকাঠামো গড়ে তুলতে। কলকাতার একটি খ্যাতনামা নার্সিংহোমের সঙ্গে যৌথ উদ্যোগে করণা সংক্রমণ মোকাবিলায় গড়ে তোলা হচ্ছে’ এই ইসলামিয়া হসপিটাল। টেকনিক্যাল সাপোর্ট, স্পেশালাইজড ডাক্তারের সাপোর্ট সহ প্রয়োজনীয় সমস্ত রকম ব্যবস্থা কি গড়ে তোলা হয়েছে আধুনিকতার মোড়কে। করোনা চিকিৎসায় প্রথম পর্যায়ে মোট 110 টি বেডের ব্যবস্থা থাকছে এখানে। যার মধ্যে এইচডি ইউ, ও য়াই সি ইউ মিলিয়ে 15 টি বেডের ব্যবস্থা রাখা হচ্ছে। 45 টি জেনারেল বেডের ও ব্যবস্থা থাকছে এখানে। 50 টি বেডে বাইপ্যাক মেশিনের সাপোর্ট রাখা হচ্ছে এই হসপিটালে।
পনেরোটি ভেন্টিলেটরের ব্যবস্থাও থাকছে এখানে। করণা চিকিৎসার স্বার্থে ইসলামিয়া হসপিটাল এর গোটা বিল্ডিং টিতেই প্রতিটি বেডের জন্য সেন্ট্রালাইজড অক্সিজেন পাইপলাইন এর ব্যবস্থা রাখা হয়েছে। এদিন ইসলামিয়া হাসপাতালে শুভ সূচনা করে এমনটাই জানালেন রাজ্যের পরিবহন মন্ত্রী তথা কলকাতা পুরসভার বর্তমান প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম। পাশাপাশি তিনি জানালেন,,, এই হাসপাতলে করোণা সংক্রমনের চিকিৎসা করার জন্য যাদের স্বাস্থ্য সাথী কার্ড রয়েছে, তাদের চিকিৎসার ব্যবস্থা থাকবে বিনামূল্যে। যে সমস্ত গরিব মানুষ যাদের স্বাস্থ্য সাথীর কার্ড এখনো নেই তাদেরকেও বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে এই হাসপাতলে বলেও জানালেন ফিরহাদ। শহর কলকাতা জুড়ে কলকাতা পুরসভার যে সমস্ত সেফহোম গুলি চালু রয়েছে, সেখানে যদি কোনো করোনা সংক্রামিত ব্যক্তির ভেন্টিলেশন বা অন্য কোন এমার্জেন্সি সাপোর্টের প্রয়োজন হয়, সে ক্ষেত্রে তাদের দ্রুত এই ইসলামিয়া হসপিটাল স্থানান্তরিত করে দ্রুত আধুনিক চিকিৎসার ব্যবস্থা করা হবে বলেও এদিন জানালেন ফিরহাদ।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোহাল আজ বেজিংয়ে, ভারত- চায়না বিশেষ প্রতিনিধি স্তরের আলোচনায় অংশ নেবেন।…
আগামী বছরের জানুয়ারি মাস থেকে ভারতীয় নাগরিকরা শ্রীলঙ্কায় বিনা শুল্কে ভিসা পাবেন। ৩৯ টি দেশের…
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, ‘ন্যাশনাল টেস্টিং এজেন্সী’- NTA, আগামী বছর থেকে শুধুমাত্র প্রতিযোগিতামূলক প্রবেশিকা…
বাংলাদেশে সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষিতে এবারের গঙ্গাসাগর মেলার নিরাপত্তা নিয়ে রাজ্য সরকার বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে।…
রাজ্য সরকারের উদাসীনতার কারণে ন্যাশনাল ‘ব্যাম্বু মিশন’ অভিযানের কাজ এই রাজ্যে এগোয়নি বলে কেন্দ্রীয় শিক্ষা…
সিকিউরিটিস এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া SEBI জানিয়েছে, কোনো ব্যক্তি বিনিয়োগ সংক্রান্ত উপদেশ দিতে চাইলে…