ডেস্ক রিপোর্ট, ঢাকা: করোনার কারণে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধার ও মানুষের জীবন বাঁচানোর বাজেট (২০২১-২০২২ অর্থবছর) দেয়ার দাবি জানিয়েছে বিএনপি। ২৮ মে শুক্রবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ‘বাজেট ভাবনা অর্থবছর ২০২১-২০২২’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। করোনার ভয়াবহতা না কমলে গতানুগতিক বড় আকারের বাজেট করে কোনো লাভ নেই দাবি করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এবারের বাজেট হওয়া উচিত জীবন বাঁচানোর বাজেট। করোনা নিয়ন্ত্রণ না করলে কোনো বাজেটই কাজে আসবে না। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল মানুষের জীবন বাঁচাতে ছয় মাসের বিশেষ বাজেট দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এর মূখ্য উদ্দেশ্য হবে করোনা প্রভাব মোকাবেলার মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ও দুর্ভোগ উপশম করা। যেখানে জীবন-জীবিকার সমন্বয় থাকবে। তবে জীবন আগে। লক্ষ্য হওয়া উচিত আগামী ৬ মাসের জন্য একটি অন্তর্র্বতীকালীন বাজেট করা। এসময় কালো টাকা সাদা করতে আসন্ন বাজেটে সুযোগ দেয়ার সরকারি সিদ্ধান্তের সমালোচনা করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, হরিলুটকে বৈধতা দিতেই এবারের বাজেটে কালো টাকা সাদা করার ব্যবস্থা রাখা হয়েছে। করোনাকালে কারা এতো কালো টাকার মালিক হলো, জনগণ তা জানতে চায়। করোনাকালে এতো বড় আকারের বাজেট তামাশা ছাড়া কিছু নয় বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশে জীবন বাঁচানোর বাজেট চায় বিএনপি
শুক্রবার,২৮/০৫/২০২১
515