শুক্রবার ফের বিধানসভায় শপথ গ্রহণ অনুষ্ঠান হল। শপথ নিলেন দুই মন্ত্রী-সহ ১১ বিধায়ক। এদের বেশিরভাগই মালদা মুর্শিদাবাদের জনপ্রতিনিধি। করোনা সংক্রমিত হওয়ায় বিধায়ক হিসেবে শপথ নিতে পারেননি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও রথীন ঘোষ। এবার এই দুই মন্ত্রী-সহ ১১ জন বিধায়ককে শপথ নিতে হল। এর আগেরবার অধিবেশন কক্ষে শপথের অনুষ্ঠান হয়েছে। এবার তা হল নৌশাদ আলি কক্ষে। শুক্রবার যাঁরা শপথ নিলেন, তার মধ্যে উল্লেখযোগ্য হলেন ব্রাত্য বসু, রথীন ঘোষ, ইদ্রিশ আলি, সাবিত্রী মিত্র, শ্রীরূপা মিত্রচৌধুরী প্রমুখ। শপথবাক্য পাঠ করান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য সহ অনেকেই উপস্থিত ছিলেন শপথগ্রহন অনুষ্ঠানে। ইদ্রিস আলি মুর্শিদাবাদের ভগবানগোলা থেকে ১ লক্ষ ৬ হাজার ৮ ভোটে জয়ী হয়েছেন। শপথ নেওয়ার পর তিনি বলেন, নিজের বিধানসভা এলাকায় ঝাঁপিয়ে পড়বেন উন্নয়নের কাজে। এলাকায় একটি কলেজ নির্মানের জন্য শিক্ষামন্ত্রীর কাছে আবেদন জানাবেন তিনি। ইদ্রিশ আলি বলেন, ২০২৪ এ দেশের প্রধানমন্ত্রী হবেন মমতা ববন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রীকে মাদার টেরেজার সঙ্গে তুলনা করেন তিনি।
রাজ্যে ভোটপর্ব মিটেছে ২৯ এপ্রিল। ফলাফল বের হয়েছে ২ মে। বিপুলসংখ্যক আসন নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরেছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী হিসেবে হ্যাটট্রিক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৫ মে রাজ্যপাল তাঁকে শপথবাক্য পাঠ করান। এরপর গত ৭ এবং ৮ মে শপথ নিয়েছিলেন নবনির্বাচিত বিধায়করা। তাঁদের শপথবাক্য পাঠ করান প্রোটেম স্পিকার সুব্রত মুখোপাধ্যায়। প্রথমদিন অর্থাৎ ৭ মে শপথ নেন ১৪৩ জন। সেই তালিকায় ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, অতীন ঘোষ, শশী পাঁজা, জ্যোতিপ্রিয় মল্লিক, মদন মিত্র-সহ একাধিক হেভিওয়েট। তালিকায় ছিলেন ১২ তারকাও। বারাকপুর থেকে নির্বাচিত রাজ চক্রবর্তী, মেদিনীপুর থেকে নির্বাচিত জুন মালিয়া, উত্তরপাড়া থেকে নির্বাচিত কাঞ্চন মল্লিকরাও শপথ নেন। এছাড়া ছিলেন অদিতি মুন্সি, লাভলি মৈত্র, হিরণ, বীরবাহা হাঁসদা, সোহম চক্রবর্তী অশোক দিন্দা, মনোজ তিওয়ারির মতো আরও অনেকে। পরদিন অর্থাৎ ৮ মে শপথ নেন ১৪৮ জন বিধায়ক। তারপর শুক্রবার বিধানসভায় ফের হল শপথগ্রহণ অনুষ্ঠান।
কলকাতা, ১৬ নভেম্বর ২০২৪:শ্যামা প্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্টের উদ্যোগে আগামী শনিবার রাত থেকে রবীন্দ্র সেতু…
‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে শিক্ষার্থীদের ট্যাব বিতরণের টাকা দুর্নীতির অভিযোগে উত্তাল পশ্চিমবঙ্গ। বহু ছাত্রছাত্রীর ট্যাবের টাকা…
দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লক আজ উত্তাল আবাস যোজনায় দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে। বিজেপির ডাকে…
আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের জামুই জেলায় জনজাতীয় গৌরব দিবস উদযাপন উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানে…
মহারাষ্ট্র বিধানসভায় আগামী ২০শে নভেম্বর একদফায় নির্বাচনের জন্য প্রচারাভিযান এখন তুঙ্গে। ঐ একই দিনে নান্দেথ…
পাহাড়ে সফররত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ দার্জিলিং-এর চৌরাস্তায় ‘সরস মেলা’র উদ্বোধন করবেন ।আগামীকাল তিনি যাবেন…