ত্রাণ শিবিরে গিয়ে দেখা করলেন স্থানীয় সাংসদ মিমি চক্রবর্তী


বৃহস্পতিবার,২৭/০৫/২০২১
1004

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক জনপ্রতিনিধিকে ঘূর্ণিঝড়ের জেরে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ মেনে ঘূর্ণিঝড় আসার আগে থেকেই তৎপর ছিলেন তৃণমূলের জনপ্রতিনিধিরা। বৃহস্পতিবার যাদবপুরে ঘূর্ণিঝড় বিধ্বস্ত বাসিন্দাদের সঙ্গে ত্রাণ শিবিরে গিয়ে দেখা করলেন স্থানীয় সাংসদ মিমি চক্রবর্তী।

ঘৃর্ণিঝড় যশে ক্ষতিগ্রস্ত বারুইপুর পুর্ব বিধানসভা এলাকা পরিদর্শন করলেন যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী। যশ এর জেরে প্রশাসনের আগাম সর্তকতায় এখানকার বহু বাসিন্দাই ত্রাণশিবিরে আশ্রয় পেয়েছেন। ফলে এড়ানো গিয়েছে প্রাণহানি। বৃহস্পতিবার ত্রাণশিবিরে গিয়ে এই যশ-দুর্গতদের সঙ্গে দেখা করেন যাদবপুরের সাংসদ। আশ্বাস দেন পাশে থাকার। ঘূর্ণিঝড় আম্ফানের সময়ও এই অঞ্চল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই অভিজ্ঞতা থেকে আগেভাগে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ের সড়ানোয় বড় বিপদ এড়ানো গিয়েছে বলে সাংসদ জানান। দুর্গতদের পুনর্বাসন নিয়ে বৃহস্পতিবার স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠক করেন যাদবপুরে তৃণমূল সাংসদ। স্থানীয় বিডিও অফিসে এই বৈঠকে বারুইপুরের মহকুমাশাসক সুমন পোদ্দার, বিডিও মোশারফ হোসেন, বারুইপুর পুর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিভাস সর্দার উপস্থিত ছিলেন।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট