মাত্র কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড অশোকনগরের একাংশ


বৃহস্পতিবার,২৭/০৫/২০২১
964

কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড হলো অশোকনগর ও ব্যারাকপুরের একাংশ। আজ সকাল সাড়ে ৯টা নাগাদ ঝড় বয়ে যায় এমনটা প্রশাসন সূত্রে খবর। ঝড়ের জেরে ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু বাড়ি। সবথেকে ক্ষতি হয়েছে অশোকনগর-কল্যাণগড় পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের শক্তিনগর ও গুমা খ্রিস্টানপাড়া। ঘটনাস্থলে যান অশোকনগরের বিধায়ক নারায়ন গোস্বামী,অশোকনগর কল্যাণগড় পৌরসভার মুখ্য প্রশাসক প্রবোধ সরকার সহ স্থানীয় জনপ্রতিনিধিরা।ইয়াস ঘূর্নিঝড় যেতে না যেতেই ফিরল টর্নেডো? মঙ্গলবার দুপুরে ব্যান্ডেল-হালিশহর তছনছ করে দিয়ে যায় ক্ষণিকের টর্নেডো। সেই আতঙ্কই ফিরে এল উত্তর ২৪ পরগণা অশোকনগরে।

আজ সকাল থেকেই আকাশের মুখ ভার। বৃষ্টি ভেজা অশোকনগর-কল্যাণগড় পুরসভার শক্তিনগর ও গুমা খ্রিস্টানপাড়ায় হঠাৎ ঝড় ওঠে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ঘর থেকে বেরতেই নজরে পড়ে ভয়ঙ্কর এই দৃশ্য!মুহূর্তের দুরন্ত ঘূর্ণিপাকে বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। উড়ে যায় টিনের চালা। বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে। ঘরের কংক্রিটের চাঙড় ভেঙে আহত হয় নাবালিকা। তাকে ভর্তি করা হয় হাবড়া হাসপাতালে। উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন অবশ্য এই ঝড়কে এখনই টর্নেডো বলছে না।আজ ঘটনাস্থলে গিয়ে অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী জানান মুখ্যমন্ত্রীকে আমি গোটা বিষয়টি জানিয়েছি, যতটা সম্ভব সাহায্য করবো।পাশাপাশি এদিন অশোকনগর-কল্যাণগড় পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের শক্তিনগর ও গুমা খ্রিস্টানপাড়ার ক্ষতিগ্রস্তদের প্রায় ১৫ টি পরিবারকে ত্রিপল এবং নগদ ৫০০ টাকা তুলে দেন অশোকনগর কল্যাণগড় পৌরসভার মুখ্য প্রশাসক প্রবোধ সরকার। অশোকনগরের বিধায়ক,মুখ্য প্রশাসক সহ জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত পরিবারকে যেকোনো বিপদে পাশে থাকার আশ্বাস দেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট