YAAS Update: ভারী বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে


বুধবার,২৬/০৫/২০২১
972

ভোর থেকে ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে। সুন্দরবনের উপকূলে ঝড়ের গতিবেগ প্রায় ৮০ কিলোমিটার। জলোচ্ছ্বাসের জেরে পাথরপ্রতিমা, সাগর, নামখানা, কুলতলি, কুলপি, রায়দিঘি, গোসাবা এলাকার একাধিক জায়গায় বাঁধ উপচে নোনা জল ঢুকেছে। মৌসুনি, ঘোড়ামারা, বঙ্কিমনগর, ফ্রেজাররগঞ্জ, বকখালিতে বাঁধ লাগোয়া কাঁচাবাড়ি জলমগ্ন হয়ে পড়েছে।গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির চত্বর সাগরের জলে ডুবে গিয়েছে। মন্দিরের সামনে প্রায় কোমর সমান জল দাঁড়িয়ে গেছে। দুপুর নাগাদ ইয়াস-এর প্রভাব পুরোপুরি পড়লে কার্যত সুন্দরবন জুড়ে বন্যা পরিস্থিতি তৈরী হওয়ার আশঙ্কা করছে জেলা প্রশাসন। কারণ সেইসময় জলস্তর প্রায় ২ মিটার উচ্চতায় বাড়বে বলে আগাম সতর্ক করা হয়েছে। জেলাশাসক কাকদ্বীপের কন্ট্রোলরুম থেকে পুরো পরিস্থিতির পর্যবেক্ষণ করছেন।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট