বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ প্রবল শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত


সোমবার,২৪/০৫/২০২১
994

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ প্রবল শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়ের নাম যশ ইতিমধ্যে যশে লাল সর্তকতা জারি করেছে রাজ্য সরকার। যশ মোকাবিলাতে আগাম প্রস্তুতি নিয়েছিল রাজ্য প্রশাসন। উপকূলবর্তী এলাকাগুলিতে রাজ্য সরকারের পক্ষ থেকে খোলা হয়েছে ফ্লাড সেন্টার। দক্ষিণ 24 পরগনা গোসাবা, পাথরপ্রতিমা, সাগর, ঘোড়ামারা ,নামখানার উপকূলবর্তী এলাকা থেকে মানুষজনকে নিরাপদে উদ্ধার করে ফ্লাড সেন্টার গুলিতে নিয়ে আসা হচ্ছে। রাজ্যজুড়ে করোনার দ্বিতীয় ঢেউয়ে দিনের পর দিন বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। করোনা সংক্রমণ এড়াতে অতিথি ফ্লাড সেন্টার গুলিতে পর্যাপ্ত পরিমাণে স্যানিটাইজার মাস্ক এর ব্যবস্থা করে রেখেছে জেলা স্বাস্থ্য দপ্তর। যশোরে জেরে বঙ্গোপসাগর উপকূলবর্তী এলাকাগুলিতে আজ বিকেল থেকেই ঝড়ো হাওয়ার সঙ্গে মুষলধারে বৃষ্টি হচ্ছে।

নদীপথ গুলি বেহাল দশায় আরো চিন্তার ভাঁজ ফেলেছে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলের বাসিন্দাদের। নিজেদের সর্বস্ব হারানোর আশঙ্কায় দিন গুনছে। ইতিমধ্যেই রাজ্যে খোলা হয়েছে কন্ট্রোল রুম। যশ মোকাবিলায় প্রস্তুত জাতীয় বিপর্যয় বাহিনী ও রাজ্য সিভিল ডিফেন্স এর কর্মীরা। জেলা প্রশাসন সূত্রে খবর ইতিমধ্যেই দক্ষিণ 24 পরগনা প্রায় 2 লক্ষ মানুষকে নিরাপদে ফ্লাড সেন্টার গুলিতে আশ্রয় দেয়া হয়েছে। ফ্লাড সেন্টার খাওয়া-দাওয়া ও ওষুধ পত্রের ব্যবস্থা করে রেখেছে রাজ্য প্রশাসন। করণা আবহাওয়া করণা আক্রান্ত রোগীদের জন্য বানানো হয়েছে সেভ হোমের সংখ্যা। করণা আক্রান্ত রোগীদের জন্য সেভ হোম গুলিতে অক্সিজেনের ব্যবস্থা করে রাখ হয়েছে। ইতিমধ্যেই সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে জাতীয় বিপর্যয় বাহিনীর সদস্যরা মাইকিং এর মাধ্যমে প্রচার চালানোর পাশাপাশি বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে অনুরোধ করছে ঝড়ের সময় কেউ যেন না বাড়িতে না থাকে তারা অনুরোধ করছে ।ঝড় আসার আগে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে তারা যেন ফ্লাড সেন্টার গুলিতে আশ্রয় নেয়। ইতিমধ্যেই সমুদ্রের জল স্তর বৃদ্ধি পাচ্ছে প্রস্তুত রাখা হয়েছে নৌবাহিনীর সদস্যদের।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট