কথা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল দুয়ারে রেশন পৌঁছে দেওয়া হবে। আরও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল লক্ষীর ভান্ডার সাধারণ মহিলাদের মাসে ৫০০ টাকা তপশিলীদের ১০০ টাকা করে প্রতি পরিবারের একজন মহিলাকে দেওয়া হবে। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল উচ্চশিক্ষার জন্য ক্রেডিট কার্ড দেওয়ার। এসব প্রতিশ্রুতি দ্রুত কার্যকর করতে উদ্যোগ নিল রাজ্য মন্ত্রিসভা। সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান এসব প্রতিশ্রুতি দ্রুত যাতে কার্যকর করা যায় তার জন্য টাস্কফোর্স গঠন করা হয়েছে। টাস্ক ফোর্সের সদস্যরা বৈঠক করে সিদ্ধান্ত নেবেন কীভাবে তা বাস্তবায়ন করা হবে। এদিনের মন্ত্রিসভার বৈঠকে 2500 পুলিশ কর্মী নিয়োগের সিদ্ধান্তও গৃহীত হয়।
কথা রাখলেন মমতা !
সোমবার,২৪/০৫/২০২১
1111