৫ মিনিটের বিরতি নিয়ে ফের শুরু জামিন মামলার শুনানি। সিবিআইয়ের আর্জি খারিজ করে বৃহত্তর বেঞ্চ বলল, ইস্যুর ভিত্তিতে আবার সবটা শুনতে চাই।আমরা কী আবার বিস্তারিত বলব? না কি শুধুমাত্র মূল বিষয়গুলি জানাব?’’ জানতে চাইলেন সিবিআইয়ের আইনজীবী তুষার মেহতা।সিবিআই অফিসে মুখ্যমন্ত্রী। বাইরে জনতা ইট ছুড়ছেন। এই মামলায় অভিযুক্তদের সশরীরে আনার প্রয়োজন ছিল আদালতে কিন্তু আনা যায়নি। পরিস্থিতি বুঝে ভার্চুয়াল মাধ্যমেই শুনানি করতে হয়েছিল।’’ আদালতকে ১৭ মে নিজাম প্যালেস চত্বরের ঘটনার বিবরণ দিচ্ছেন মেহতা।সিবিআইয়ের কাছে বেঞ্চ জানতে চাইল, আপনাদের আর্জি কি ছিল? প্রশ্নের জবাব দিচ্ছেন অতিরিক্ত সলিসিটর জেনারেল ওয়াই জে দস্তুর।
৫ মিনিটের বিরতি নিয়ে ফের শুরু জামিন মামলার শুনানি
সোমবার,২৪/০৫/২০২১
1585