কোভিড আক্রান্তদের জন্য সেফ হোম গড়তে এগিয়ে এল পুজো উদ্যোক্তা


রবিবার,২৩/০৫/২০২১
994

কোভিড আক্রান্তদের জন্য সেফ হোম গড়তে এগিয়ে এল দক্ষিণ কলকাতার দুটি বড় পুজো উদ্যোক্তা। রাজ্য মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও বিধায়ক দেবাশীষ কুমারের উপস্থিতিতে রবিবার উদ্বোধন হল ওই সেফ হোমের। সেইসঙ্গে লাভার্স কোভিড হেল্পলাইনের উদ্বোধনও হল। কোভিড আক্রান্তদের আলাদা রেখে চিকিৎসার বন্দোবস্ত করতে বিশেষ উদ্যোগ নিয়েছেন রাসবিহারী বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক দেবাশীষ কুমার। তাঁর বিধানসভা এলাকায় গড়ে উঠেছে একাধিক সেফ হোম। বিধায়কের এই কর্মকান্ডে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিল ত্রিধারা ক্লাব ও বালিগঞ্জ সার্বজনীন দুর্গোৎসব সমিতি। ৮৬ নম্বর ওয়ার্ডে বিবেকানন্দ পার্কের কাছে গড়ে তোলা হয়েছে আরও একটি সেফ হোম। রবিবার ওই সেফ হোমের উদ্বোধন করেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও বিধায়ক দেবাশীষ কুমার। এখানে কোভিড আক্রান্তদের থাকার ব্যাবস্থার পাশাপাশি তাদের প্রাথমিক চিকিৎসা পরিষেবাও থাকছে। সেফ হোমের পাশাপাশি রাসবিহারী বিধানসভার একটি লাভার্স কোভিড হেল্পলাইন নম্বরের উদ্বোধন করা হয় এদিন।

চন্দ্রিমা ভট্টাচার্য, দেবাশীষ কুমার ছাড়াও বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট