আমফানের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ‘যস’ মোকাবিলায় প্রস্তুত কলকাতা পুরসভা


বৃহস্পতিবার,২০/০৫/২০২১
769

আমফানের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ‘যস’ মোকাবিলায় প্রস্তুত কলকাতা পুরসভা। শহরবাসীর জীবন ও সুরক্ষা দিতে একগুচ্ছ পরিকল্পনা নেওয়া হয়েছে। কলকাতা পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য তারক সিং ও দেবাশীষ কুমার জানান, ‘যশ’ মোকাবিলায় সমস্ত বিভাগের সঙ্গে বৈঠক করা হয়েছে। প্রতিটি বরো এলাকায় হেবি ও মিডিয়াম জেনারেটর সেট রাখার ব্যবস্থা করা হচ্ছে। প্রতিটি বরোতে ডিজাস্টার ম্যানেজমেন্ট এর সদস্য সহ পুরসভার সমস্ত বিভাগের কর্মীদের নিয়ে একটি করে কুইক রেসপন্স টিমও তৈরী করা হয়েছে। পাম্পিং স্টেশন গুলি যাতে যথাযথ কাজ করে তার নির্দেশও দেওয়া হয়েছে ইঞ্জিনিয়রদের। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণবর্তের প্রভাবে ভয়ঙ্কর সুপার সাইক্লোন আছড়ে পড়তে চলেছে এরাজ্যের উপকূলে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই আগাম সতর্ক করা হয়েছে রাজ্য প্রশাসনকে। সেইমত প্রস্তুত কলকাতা পুরসভা। সব দিক খতিয়ে দেখে ও আমফানের অভিজ্ঞতা নিয়ে টিম সাজিয়ে রাখছেন পুরকর্তারা। ‘যশ’এর প্রভাবে বড়সর বিপর্যয় ঘটলেও দ্রুত যাতে পরিস্থিতি সামাল দেওয়া যায় তার জন্যই আগাম প্রস্তুতি।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট