পার্ক স্টিটে ফের অগ্নিকাণ্ড। এপিজি স্কুলে শাড়ির গোডাউন সামনে বহুতলে আগুন। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। এলাকায় ঘিঞ্জি হবার ফলে দমকল কর্মীদের আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। যদিও লকডাউন পরিস্থিতিতে বিল্ডিংয়ের বন্ধ ছিল। তবে ক্ষয়ক্ষতি কেমন হয়েছে ঘটনার তদন্ত করছে দমকল আধিকারিকরা। শর্ট সার্কিট এর জেরে আগুন লাগতে পারে বলে অনুমান দমকল কর্মীদের। যদিও গোডাউনে কেউ ছিলেন না।
পার্ক স্টিটে ফের অগ্নিকাণ্ড
বৃহস্পতিবার,২০/০৫/২০২১
898