ঝুলে রইল ধৃত চার নেতার ভাগ্য, বৃহস্পতিবার অনিবার্য কারণে শুনানি বন্ধ রইল


বৃহস্পতিবার,২০/০৫/২০২১
1658

বৃহস্পতিবার অনিবার্য কারণে শুনানি বন্ধ রইল। তার ফলে ঝুলে রইল নারদ মামলা। ঝুলে রইল ধৃত চার নেতার ভাগ্য। নারদ মামলায়  গ্রেফতার হওয়া  চার শীর্ষ নেতার ভাগ্য  ঝুলেই রইল। হাইকোর্টে বৃহস্পতিবার হচ্ছে না শুনানি।  বেলা দুটো থেকে  শুনানি  শুরু  হওয়ার কথা ছিল। হাইকোর্ট  থেকে যে নোটিশ  জারি করা হয়েছে  তাতে বলা হচ্ছে  অনিবার্য কারণ বশত  বৃহস্পতিবার  ডিভিশন বেঞ্চের বিচারপতিরা একত্রিত  হতে পারছেন না। তাই শুনানি  মুলতবি হল। আদালত সূত্রে  জানা যাচ্ছে, বিশেষ  পারিবারিক  কারণে  বিচারপতি  রাজেশ বিন্দল হরিয়ানা  চলে যাওয়ার জন্য মুলতবি  হল  শুনানি। যার অর্থ  দাঁড়াচ্ছে  আরও একদিন  চার শীর্ষ নেতাকে জেল হেফাজতে কাটাতে হবে।ফিরহাদ হাকিম ছাড়া  বাকি  তিনজন  মদন মিত্র,  সুব্রত মুখোপাধ্যায় এবং শোভন চট্টোপাধ্যায় ভর্তি আছেন  এসএসকেএম হাসপাতালে। আইনজীবীরা জানিয়েছেন, এর প্রেক্ষিতে ধৃত নেতাদের দ্রুত শুনানির জন‍্য কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে আবেদন করতে হবে। যাতে নতুন ডিভিশন বেঞ্চ গঠন করে সেখানে মামলার শুনানি করা হয়। এর মধ‍্যেই সিবিআইয়ের ডিআইজি অখিলেশ কুমার সিং বৃহস্পতিবার হাইকোর্টে উপস্থিত হন। যা নিয়ে শুরু হয় জল্পনা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট