দেশে করোনার দৈনিক সংক্রমণ নিম্নমুখী


বুধবার,১৯/০৫/২০২১
1272

দেশে করোনার দৈনিক সংক্রমণ নিয়ে স্বস্তি নিঃশাস । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, বুধবার ভারতে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন আড়াই লাখের একটু বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন জানানো হয়েছে, করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা ২,৬৭,৩৩৪। এবং নতুন প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৪,৫২৯। এর ফলে দেশে মোট সংক্রমিত হলেন ২ কোটি ৫৪ লক্ষ ৯৬ হাজার ৩৩০। আর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে মোট ২,৮৩,২৪৮। করোনার দ্বিতীয় তরঙ্গ দেশে মৃতের সংখ্যা আরও বাড়বে বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা। করোনার দ্বিতীয় ঢেউয়ে শুধু এটাই স্বস্তি যে, দৈনিক আক্রান্তের প্রায় দেড়গুণ বেশি রোগী করোনামুক্ত হয়েছেন। মোট ২ কোটি ১৯ লক্ষ ৮৬ হাজার ৩৬৩ জন করোনামুক্ত হয়েছেন। দেশে করোনা সক্রিয়ের সংখ্যা এই মুহূর্তে ৩২ লক্ষ ২৬ হাজার ৭১৯। দেসে মোট টিকাকরণ হয়েছে ১৮ কোটি ৫৮ লক্ষ ৯ হাজার ৩০২। বুধবার বাদে সপ্তাহে সমস্ত দিনেই নতুন আক্রান্তের সংখ্যা কমে যাওয়া একটু আশার আলো।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট