এক সপ্তাহেরও বেশি হয়ে গেল এখনও গোলাগুলি বন্ধ হওয়ার কোনও উদ্যোগ চোখে পড়ছে না। সূত্রের খবর ইজরায়েলি নেতারা বলেছেন যে তাঁরা হামাস ও ইসলামিক জিহাদের বিরুদ্ধে নিজেদের রক্ষা করছেন। এদিকে ইজরায়েলের এক সামরিক মুখপাত্রের বক্তব্য গাজার অস্ত্রাগারে আনুমানিক ১২ হাজার ক্ষেপণাস্ত্র এবং মর্টার রয়েছে। সূত্রের খবর মঙ্গলবার গাজা সীমান্তে একটি ইজরায়েলি ফার্মের উপর রকেট হামলায় ২ জন থাইল্যান্ডের কর্মী মারা গিয়েছেন। ৭ জন গুরুতর আহত। এই ঘটনার দায় নিয়েছে হামাস। আশহোদ, আশকেলন ও বেরাশেবা থেকে রকেট লঞ্চ করা হয়। গাজার মেডিক্যাল অফিসার জানিয়েছেন, ২১৭ জন ফিলিস্তানি মারা গিয়েছেন। তাঁদের মধ্যে রয়ছে ৬৩ জন শিশু। আহত হয়েছেন ১ হাজার ৪০০ জন। সূত্রের খবর , গাজায় প্রায় ৪৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ৬টি হাসপাতাল ও ৯টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেরও ক্ষতি হয়েছে। ইজরায়েল জানিয়েছে যে গাজা থেকে ৩ হাজার ৪৫০টিরও বেশি রকেট উৎক্ষেপণ করা হয়েছে। কিছু তার মধ্যে নষ্ট হয়। বাকিগুলো আয়রন ড্রোন দিয়ে নষ্ট করা হয়। ঘটনায় প্রায় ১৬০ জন জঙ্গির মৃত্যুর খবর পাওয়া গেছে।
ইজরায়েল-প্যালেস্টাইন যুদ্ধ অব্যাহত
বুধবার,১৯/০৫/২০২১
1196