কলকাতায় অভিনেতা যীশু সেনগুপ্ত, ইন্দ্রনীল দাশগুপ্ত, দেবলিনা কুমার এরা সবাই মিলে একটি সেফহোম তৈরি করেছেন তা উদ্বোধনে আজকে যান দেবাশীষ কুমার। তিনি জানিয়েছেন পঁচিশটি বেডের এই সেফ হোম তৈরি করা হয়েছে পাঁচটি বেড আইসিইউ এর জন্য থাকছে এবং বাদবাকি যে সমস্ত গুলি থাকছে সেগুলো করণা রোগীদের জন্য থাকছে যারা করোনার সিমটম নিয়ে আসবেন এবং শারীরিক অবস্থার অবনতি হলে তাদের আইসিইউতে রাখা হবে। এখানে চব্বিশ ঘন্টা ডাক্তার থাকবেন কোয়ালিফাইড নার্স থাকবে, মেডিসিন দেওয়া হবে এবং ডাক্তাররা যেভাবে ডায়েট চার্ট করে দিচ্ছেন সেইভাবেই খাদ্য দেওয়া হবে সব রকম নিয়মকানুন মেনে চলা হবে সম্পূর্ণ বিনামূল্যে এটি করা হচ্ছে যদি এখান থেকে কারোর অবস্থার অবনতি হয় তাহলে তাকে সরকারি হাসপাতালে পাঠানো হবে বলেও জানিয়েছেন দেবাশীষ কুমার ।
সেফহোম তৈরি করেছেন, অভিনেতা যীশু সেনগুপ্ত, ইন্দ্রনীল দাশগুপ্ত, দেবলিনা কুমার
বুধবার,১৯/০৫/২০২১
1019