অন্য রাজ্যে মামলা নিয়ে যাবার আবেদন চ্যালেঞ্জ করে মামলা দায়ের করলো আবেদনকারী পক্ষ ।এই মামলা ও মূল মামলার সঙ্গে যুক্ত হবে । পাশাপাশি নরদ মামলার শুনানি আপাতত স্তব্ধ।টেকনিকাল অসুবিধার জন্য ।পড়ে শুনবেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্ডল ও বিচারপতি অরিজিৎ ব্যানার্জি র ডিভিশন বেঞ্চ সিবিআই এর মামলা নিয়ে যাবার যে আবেদন কলকাতা হাইকোর্টে করেছে তাতে মলয় ঘটক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে পার্টি করেছে সিবিআই। প্রতীক্ষিত হাইভোল্টেজ মামলার শুনানি শুরু হবে দুপুর ২টো, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। আজই ভাগ্য নির্ধারণ মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায় ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় ভবিষ্যত।
প্রতীক্ষিত হাইভোল্টেজ নরদ মামলার শুনানি শুরু হবে দুপুর ২টো
বুধবার,১৯/০৫/২০২১
971