প্রেসিডেন্সি জেলে মঙ্গলবার ফিরহাদ হাকিমের সঙ্গে দেখা করতে আসেন তাঁর স্ত্রী সহ অনেক সহকর্মী। তবে জেল সুপারের সঙ্গে দেখা করেই ফিরতে হয় তাদের। নারদ মামলায় প্রেসিডেন্সি জেলে বিচারাধীন বন্দী রাজ্যের পরিবহন মন্ত্রী তথা কলকাতা পুরসভার প্রশাসনিক বোর্ডের প্রধান ফিরহাদ হাকিম। নিম্ন আদালত জামিন দিলেও সিবিআই হাইকোর্টে গিয়ে জামিনের উপর স্থগিতাদেশ নিয়ে আসে। মঙ্গলবার ফিরহাদ হাকিমের সঙ্গে দেখা করতে প্রেসিডেন্সি জেলে যান তার স্ত্রী সহ দলের বহু সহকর্মী। তবে কেউই সরাসরি দেখা করতে পারেনি ফিরহাদের সঙ্গে। জেল সুপারের মাধ্যমেই খোঁজখবর নেন। শহরের কোভিড মোকাবিলার কাজে নামতে না পেরে মানসিক ভাবে তিনি ভেঙে পড়েছেন বলে জানান ফিরহাদের স্ত্রী। রাসবিহারীর বিধায়ক দেবাশীষ কুমার জানান ভাল আছেন ফিররহাদ। এদিন প্রেসিডেন্সি ভিজিটে আসেন রাজ্যের কারামন্ত্রী উজ্বল বিশ্বাস। জেলের সামগ্রিক বিষয় খতিয়ে দেখেন তিনি। কথা বলেন আধিকারিকদের সঙ্গে।
প্রেসিডেন্সি জেলে মঙ্গলবার ফিরহাদ হাকিমের সঙ্গে দেখা করতে আসেন তাঁর স্ত্রী
মঙ্গলবার,১৮/০৫/২০২১
937