শহর এখনও অমানবিক হয়নি। আবারও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করল আমাদের প্রিয় কলকাতা। করোনা আক্রান্ত দম্পতির শিশু সন্তানকে আগলে রাখলেন আর এক দম্পতি। বেলাশেষে শিশুটিকে ফিরিয়ে দিলেন মায়ের কোলে। ঘটনাপ্রবাহ ছিল নাটকীয়। ভবানীপুর থানার এলগিন রোডে একটি দুধের শিশু পড়ে থাকা ঘিরে চাঞ্চল্য ছড়ায় শুক্রবার। এক ব্যক্তি ওই শিশুকে ফেলে রেখে পালিয়ে যাচ্ছিল বলে স্থানীয় সূত্রে জানা যায়। বিষয়টি স্থানীয় মানুষের নজরে আসার পর তারা খবর দেন কলকাতা পুরসভার ৭০ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর অসীম বসুকে। আটক করা হয় ওই ব্যক্তিকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান অসীমবাবু। ঘটনাস্থলে পৌঁছায় ভবানীপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলিশি জেরায় ওই ব্যক্তি স্বীকার করে শিশুটির বাবা তিনিই। অসীমবাবু ও তার স্ত্রী ওই শিশুটিকে নিজেদের কাছে আগলে রাখেন। জানাগিয়েছে, শিশুটির বাবা ও মা দুজনেই করোনায় আক্রান্ত। সন্তানের ভবিষ্যতের কথা ভেবে এক প্রকার উম্মাদ হয়ে যান তারা। সেই অবস্থাতেই শিশুটিকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে আসেন উদভ্রান্ত বাবা। অবশেষ পুলিশ এবং জনপ্রতিনিধির মানবিকতায় শিশুটি ফিরে পেল তার পরিবার।
করোনা আক্রান্ত দম্পতির শিশুকে আশ্রয়, মানবিক কলকাতা
শুক্রবার,১৪/০৫/২০২১
1045