গত মঙ্গলবার টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছিল মহানগরী কলকাতা। জল সরতে লেগে গিয়েছিল বহু সময়। চরম দুর্ভোগের শিকার হন শহরবাসী। জল সরতে কেন এত সময় লাগল তা তদন্ত করে দেখছে কলকাতা পুরসভা। উঠে এসেছে ড্রেনেজ বিভাগে ম্যানহোল – এর দ্বায়িত্বে থাকা ১৬০ জন কর্মীর নিস্কৃয়তার অভিযোগ। ওই দিন তারা কোথায় ছিলেন উঠছে প্রশ্ন। ড্রেনেজ বিভাগের দ্বায়িত্বপ্রাপ্ত কলকাতা পুরসভার প্রশাসনিক বোর্ডের সদস্য তারক সিং জানান, দীর্ঘ সময় জল জমে থাকার ঘটনায় বিভাগীয় ডিজি শান্তনু ঘোষকে জবাবদিহি করতে বলা হয়েছে। যথাযথ জবাব না পেলে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। তারকবাবু বলেন, ড্রেনের ডিজিকে ডেকেছিলাম। ১৬০ জন কর্মী আছেন যারা ম্যানহোল খুলে ড্রেনের ময়লা তোলার কাজে নিযুক্ত ছিলেন। এখন মেশিন দিয়ে কাজ হয়। তারা ম্যানহোলের দেখভালের দ্বায়িত্বে থাকেন। ওই দিন তাদের ভূমিকা কি ছিল, প্রশ্ন তারক সিংয়ের।
এই ১৬০ জন কর্মী পার্মানেন্ট স্টাফ। অভিযোগ, বাড়িতে থেকেও এদের অনেকের অ্যাটেন্ডেন্স উঠে যায়। কী করে তা হচ্ছে খতিয়ে দেখা হচ্ছে। তারক সিং বলেন, সিজ করেছি অ্যাটেন্ডন্স খাতা। গালিপিট জ্যাম থাকার কারনেই জল নামেনি। ম্যানহোল খোলাও হয়নি। তারক সিং এদিন আরও জানান শহরে ডিজিটাল ড্রেনেজ সিস্টেম বাড়ানোর কাজ চলছে।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোহাল আজ বেজিংয়ে, ভারত- চায়না বিশেষ প্রতিনিধি স্তরের আলোচনায় অংশ নেবেন।…
আগামী বছরের জানুয়ারি মাস থেকে ভারতীয় নাগরিকরা শ্রীলঙ্কায় বিনা শুল্কে ভিসা পাবেন। ৩৯ টি দেশের…
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, ‘ন্যাশনাল টেস্টিং এজেন্সী’- NTA, আগামী বছর থেকে শুধুমাত্র প্রতিযোগিতামূলক প্রবেশিকা…
বাংলাদেশে সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষিতে এবারের গঙ্গাসাগর মেলার নিরাপত্তা নিয়ে রাজ্য সরকার বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে।…
রাজ্য সরকারের উদাসীনতার কারণে ন্যাশনাল ‘ব্যাম্বু মিশন’ অভিযানের কাজ এই রাজ্যে এগোয়নি বলে কেন্দ্রীয় শিক্ষা…
সিকিউরিটিস এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া SEBI জানিয়েছে, কোনো ব্যক্তি বিনিয়োগ সংক্রান্ত উপদেশ দিতে চাইলে…