রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকায় আগে থেকেই প্রস্তুতি সারতে আজ বিদ্যুৎ দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। রাজ্যের বিদ্যুতের হাইটেনসন লাইন ছিড়ে বিদ্যুৎ বিভ্রাট ঘটলে তার আগাম প্রস্তুতি নিয়েছে বিদ্যুৎ দফতর। এছাড়াও কভিড পরিস্থিতিতে বিদ্যুৎ বিভ্রাট এড়াতেও বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান মন্ত্রী অরূপ বিশ্বাস। পাশাপাশি ১১তারিখ রাজভবনের সামনে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে যুবকের মৃত্যুর ঘটনায় সি ই এস সির তরফ থেকে রিপোর্ট পাঠানো হয়েছে সেই নিয়ে বিশেষ একটি কমিটি গঠন করছে বিদ্যুৎ দফতর এবং সেই কমিটি ঘটনার তদন্ত করবে বলেও আশ্বাস দেন নবনিযুক্ত মন্ত্রী অরূপ বিশ্বাস।
ঝড়বৃষ্টির পূর্বাভাস, বিদ্যুৎ দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস
বৃহস্পতিবার,১৩/০৫/২০২১
960